নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মুখোশধারীদের গুলি ও ধারালো অস্ত্র দিয়ে এক ক্রোকারিজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে কাটাখালি থানাধীন হরিয়ান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যবসায়ীর নাম শাহীন (৩৫)। তিনি ক্রোকারিজ ব্যবসায়ী। শহীন হরিয়ান ইউনিয়নের সুচারণ গ্রামের সুবহান মন্ডলের ছেলে।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভর্তির পর পরই হাসপাতালের অপারেশন থিয়েটারে তার জরুরি অস্ত্রোপচার শেষে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
তিনি জানান, রাতে হঠাৎ একটি মাইক্রোবাস শাহীনের ক্রোকারিজের দোকানের সামনে গিয়ে থামে। এরপর মুখোশধারী দুর্বৃত্তরা মাইক্রোবাস থেকে নেমেই প্রথমে শাহীনকে লক্ষ্য করে গুলি করে। পরে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পালানোর সময় বাইরে আরও দুই রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা। তবে কারা এই আকস্মিক হামলা চালিয়েছে তা কেউই বলতে পারছেন না। হামলাকারীদের শনাক্তের জন্য পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.