রাজশাহীতে মাহালে ল্যাংগুয়েজ এন্ড ডেভেলপমেন্টের মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাহলেসহ সকল বাদ পড়া জাতিগোষ্ঠীর নাম সরকারী গেজেটে অর্ন্তভুক্ত করে স্বীকৃতি প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। সোমবার সকাল ১০ টার দিকে মাহালে ল্যাংগুয়েজ এন্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি) এর সভাপতি মেরিনা হাঁসদার আয়োজনে ও অন্যান্য আদিবাসী আপোষহীন সংগঠণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ মানববন্ধনে সম্মতি জ্ঞাপন করেন, এমএসসি’র সেক্রেটারী সৌমিক ডুমরী, মাসাউসের নির্বাহী পরিচালক যাকারিয়াস ডুমরী ও ব্যাতিক্রম, জেগে উঠা, একতাই শক্তি ইয়াং ক্লাবের সভাপতিবৃন্দ। মানববন্ধনের বার্তা প্রেরণ করেন, এমএলডিসি (কেন্দ্রীয় কমিটি) রাজশাহী এবং দামকুড়া হাট মাহালে ভাষা ও উন্নয়ন কমিটি সাধারণ সম্পাদক মাইকেল মারান্ডী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.