রাজশাহীতে মাদকসহ সাবেক কাউন্সিলর ডিস মামুন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ কর্মী মো. রেজা উন-নবী আল মামুন ওরফে ডিস মামুনকে মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর তালাইমারি মোড়ে বেপরোয়া গতিতে মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় তাকে আটক করা হয়।
র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক মো. রেজা উন-নবী আল মামুন (৫৩) রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দরিখরবনা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নেশাগ্রস্ত অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে তালাইমারি মোড়ে চায়ের দোকানের সামনে পৌঁছে হঠাৎ রাস্তার পাশে থাকা আইল্যান্ডের উপর গাড়ি তুলে দেন মামুন। এ সময় তিনি আশেপাশে থাকা সাধারণ জনগণের দিকে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে গাড়িটি ঘিরে ফেলেন এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে র‍্যাব-৫ এর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ডিস মামুনকে হেফাজতে নেয়। পরে তল্লাশির সময় তার ব্যাগ থেকে ৬ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মামুন মাদক সেবনের কথা স্বীকার করেছেন।
র‍্যাব আরও জানিয়েছে, আল মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে ৮টি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.