BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে মাদকসহ আটক-৫

রাজশাহীতে মাদকসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি মাদক দ্রব্য আটক করেছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বৃহস্প্রতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীরর পবা থানার নওহাটা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে রাজশাহীর মোহনপুর থানার তাহেরপুর পাকৃড়িয়া গ্রামের মৃত বাদশা আলীর ছেলে মোঃ আজমল (৪৭) কে আটক করে।

আটকের সময় তার নিকট থেকে ৪ শত পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ইয়াবা ৩৪পিস ও ২টি মোবাইল ফোন করে নগরীর পবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানী নগরীর রাজপাড়া এলাকায় গত বৃহস্প্রতিবার দিনগত রাতে অন্য এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ট্যাপেন্টাডল ১শত ৯০গ্রাম গাঁজা ও নগদ ৫ হাজার ৫শত টাকাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলেন, যথাক্রমে লক্ষিপুর কানপাড়ার মৃত সাজ্জাদ আলী স্ত্রী মোছাঃ হাসনা হেনা (৬০), দাসপুকুর গ্রামের জালাল উদ্দিনের ঝেলে মোঃ ডলার আলী (২৯), দামকুড়ার কাদিপুর গ্রামের মুত ফছেৎ মুন্সির ছেলে মোঃ মানজার আলী (৪৫), নওগাঁ জেলার মহাদেবপুর থানার বিলসিকাঠি গ্রামের মোঃ সুলতানের ছেলে মোঃ হাফিজুর রহমান (৪৫) ও নগরীর লক্ষিপুর কানপাড়া গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে ইমন ইসলাম সবুজ (২০)কে আটক করা করে নগরীর পবা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে দুটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাব-৫ প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?