রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ আর্ন্তজাতিক দিবস ২০১৮ উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস ২০১৮ উপলক্ষে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা পালন হয়েছে।

 

 

রাজশাহীতে আজ মঙ্গলবার সকালে শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান থেকে মনিবাজার চত্বর এলাকা পর্যন্ত মানববন্ধন ও র‌্যালী হয়।

 

এরপর নানকিং দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার নূর উর রহমান, জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের সহ পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, জনমত গঠন ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.