রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতির ঘটনায় নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতির ঘটনায় নুরুন নাহার মিলি নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরীর উপশহর নিউমার্কেটে তার দফতর থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। নুরুন নাহার মিলি টুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে জড়িত।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিটিসি নিউজকে জানান, নুরুন নাহার মিলি টুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে ভারতীয় ভিসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। একজনের পাসপোর্টে ভুয়া ভিসা লাগিয়ে দেন। যা স্কানে ধরা পড়ে। এনিয়ে প্রতারিত ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযানে নামে। বিকেলে ভিসা জালিয়াতির ঘটনায় প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, নুরুন নাহার মিলির নামে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। সকালে আদালতে সোপর্দ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.