BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিস্তীর্ণ প্রান্তরজুড়ে দোল খাচ্ছে সোনালি ধান, বাম্পার ফলনের আভাস

রাজশাহীতে বিস্তীর্ণ প্রান্তরজুড়ে দোল খাচ্ছে সোনালি ধান, বাম্পার ফলনের আভাস

নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টির ধাক্কা সামলেও রাজশাহী অঞ্চলে আমন ধানে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। মৌসুমের শুরুতে অতিবৃষ্টিতে অনেক মাঠে চারা নষ্ট হয়ে গেলেও এখন বিস্তীর্ণ প্রান্তরজুড়ে দোল খাচ্ছে সোনালি ধান। রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এবং আবহাওয়া অনুকৃলে থাকায় এ বছর ফলন ভালো হবে বলে আশাবাদী কৃষকরা। ধান পাকতে শুরু করায় মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সময়মতো বৃষ্টি হওয়ায় সেচ খরচ অনেক কম পড়েছে। ফলে তুলনা মূলক কম খরচে বেশি ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও মৌসুমের শেষদিকে বৃষ্টিতে কিছু জমির ধানগাছ নুয়ে পড়েছে, তবুও বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট দপ্তর জানায়, চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় ৮৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৯০ মেট্রিক টন। গত অর্থবছরে চাষ হয়েছিল ৮৪ হাজার ১০৫ হেক্টরেÑউৎপাদন হয়েছিল ৩ লাখ ১৮ হাজার ৩২৩ মেট্রিক টন।

কৃষি কর্মকর্তারা বলছেন, সময়মতো সার, বীজ, কীটনাশক ও সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। তবে টানা বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও সামগ্রিক উৎপাদনে বড় প্রভাব পড়বে না।

তানোর, মোহনপুর, পবা, গোদাগাড়ী, বাগমারা, দুর্গাপুর ও চারঘাটÑএসব উপজেলার মাঠজুড়ে এখন ধান কাটার হাওয়া। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকৃলে থাকায় আগের বছরের তুলনায় উৎপাদন অনেক ভালো।

গাল্লা গ্রামের কৃষক আবু বকর সিদ্দিক জানান, তিনি ১৩ বিঘায় বিআর-৫১ জাতের ধান চাষ করেছেন। এর মধ্যে ৫ বিঘার ধান ইতোমধ্যে কাটা হয়েছে। বিঘাপ্রতি ২০/২২ মণ ধান পাওয়ার আশা করছেন। গেল বছর সেচে খরচ বেশি হয়েছিল, এবার বৃষ্টি ঠিকমতো হওয়ায় তেমন খরচ হয়নি, বলেন তিনি।

দেবীপুরের কৃষক মিজানুর রহমান জানান, ২ বিঘায় বিনা-১৭ ধান লাগিয়ে ইতোমধ্যে কাটা শুরু হয়েছে। ভালো দাম পেলে এ বছর লাভবান হবেন বলে মনে করছেন তিনি।

গোদাগাড়ীর লুৎফর রহমান বলেন, পানি নিয়ে চিন্তা ছিল। কিন্তু ঠিক সময়ে বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। শেষ দিকে বৃষ্টি কিছুটা চিন্তা বাড়ালেও আশা করছি লাভ হবে।

চারঘাটের কৃষক আবদুর রহিম জানান, কয়েক বছর ফলন কম ছিল। কিন্তু এবার আবহাওয়া অনুকৃলে থাকায় ধান ভালো হয়েছে।

নগরীর পবা উপজেলার বাগধানীর কৃষক মাসুদ বলেন, কিছু জমির ধান নুয়ে পড়ায় ফলন কিছু কম হতে পারে, তবে সামগ্রিকভাবে উৎপাদন ভালোই হবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, বৃষ্টিতে কিছু এলাকায় ক্ষতি হলেও তা সামগ্রিক ফলনে বড় প্রভাব ফেলবে না। ইতোমধ্যে অনেক এলাকায় ধান কাটাও শুরু হয়েছে। আবহাওয়া অনুক‚লে থাকায় এ মৌসুমে আমনে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

এবারের ভালো ফলন জেলার খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভৃমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা কৃষি বিভাগ ও কৃষকদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?