রাজশাহীতে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে নগর ভবনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।
সভায় বক্তারা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য রাখতে ও শিশু মৃত্যু হার হ্রাস করতে নিয়মিত টিকাদান অব্যাহত রাখার কোন বিকল্প নাই। বিশ্ব টিকাদান সপ্তাহের মূল প্রতিপাদ্য এটি সব বয়সের মানুষকে রোগ থেকে সুরক্ষিত রাখার জন্য টিকা ব্যবহারের বিষয়টি তুলে ধরতে বৈশি^ক অংশীদারদের একত্রিত করে।
এই বছরের প্রতিপাদ্য হলো ‘Long life for All’ যেখানে “ সকলের জন্য দীর্ঘ জীবন” জীবদ্দশায় টিকা দেওয়ার গুরুত্বকে প্রতিফলিত করে। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, সবুজ রাজশাহী মহানগরী দেশে অনন্য সিটিতে পরিণত হয়েছে। পরপর দশবার শিশুদের স্বাস্থ্য সেবায় দেশ সেরা নগরীর এক অন্যন্য উদাহরণ রাজশাহী।
এত অর্জনের মধ্যেও করোনা পরিস্থিতিতে গত দুই বছরে শিশুদের টিকাদান কার্যক্রম বাধাগ্রস্থ হয়। স্বাস্থ্য সেবা ব্যবস্থায় সকল ঝুকি কাটিয়ে সকল শিশুকে টিকার আওতায় আনতে হবে। স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশনের অর্জিত সুনাম অক্ষুন্ন রাখতে স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। এ কর্মসূচির আওতায় ০-১৮ মাস বয়সী সকল শিশু এবং ১৫-৪৯ বছর বয়সী সকল মহিলাদের টিডি টিকা প্রদান করা হবে।
সভায় বিশ্ব টিকাদান সপ্তাহের কর্মসূচির সার্বিক তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ নুরুল ইসলাম। উল্লেখ্য ২৪-৩০ এপ্রিল বিশ^ টিকাদান সপ্তাহ পালন করা হলেও বাংলাদেশে কোভিড ও রমজানের কারণে এ টিকাদান সপ্তাহ ৩১ মে’র মধ্যে পালনে সরকারি নির্দেশনা প্রদান করা হয়েছে।
বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ কস্তুরি আমিন কুইন।
রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন রাজশাহী কার্যালয়ের ডাঃ আব্দুর রাকিব, নারী মেত্রীর ডাঃ ওয়ালিদ চৌধুরী, রাসিকের স্বাস্থ্য কর্মকর্তা তারিকুল ইসলাম বনি, ডাঃ উম্মুল খায়ের ফাতিমা ও সকল টিম লিডার অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.