BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, ধর্ষক মাসুম গ্রেফতার

রাজশাহীতে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, ধর্ষক মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণ মামলার মূলহোতা মোঃ মাসুম মন্ডলকে (২৭) রাজশাহী নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন শাহ মখদুম বিমানবন্দর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ মাসুম মন্ডল, সে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন উথুলি পূর্বপাড়া গ্রামের ছামসুল আলমের ছেলে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে  এক র‌্যাব-৫, ,রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, ভুক্তভোগী মহিলা ঢাকা শহরে কর্মরত থাকা অবস্থায় লিবিয়া প্রবাসী আসামি মাসুম মন্ডলের সাথে মোবাইল ফোনে দেড় বছরের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আসামি মাসুম মন্ডল দেশে ফিরে এসে গত ১১ ফেব্রুয়ারি, সন্ধ্যা সাড়ে ৬টায় ভুক্তভোগী নারীর গ্রামের বাড়িতে গিয়ে বিবাহের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে।

পরবর্তীতে আসামি মাসুম মন্ডল জাল দলিল প্রস্তুত করে মিথ্যা বিবাহের অনুষ্ঠান করার মাধ্যমে নারীকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে গাজীপুর ভাড়াটিয়া বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে। নারী গর্ভবতী হলে আসামি তা জানতে পেরে তাকে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আসামি মাসুম মন্ডলের শিবগঞ্জের স্থায়ী বাসায় গিয়ে তার স্ত্রীর মর্যাদা চাইলে আসামি মাসুম তাকে মারধর এবং মেরে ফেলার হুমকি দিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয়।

নিরুপায় হয়ে ওই নারী বিজ্ঞ আদালতে নালিশ করলে বিজ্ঞ আদালত বগুড়া শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা নেওয়ার আদেশ প্রদান করে। ওই আদেশের পরিপ্রক্ষিতে বগুড়া শিবগঞ্জ থানায় মাসুম মন্ডলকে আসামি করে ধর্ষণ মামলা রুজু হয়।

বগুড়া শিবগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০১/০৯/২০২৫ । ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২০ এর ৯(১)।

গ্রেফতার আসামীকে বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অধ্যাদেশ চূড়ান্ত: আলাদা গুম কমিশন হচ্ছে না, এখতিয়ার বাড়ল মানবাধিকার কমিশনের আপনারা যদি এ রকম ভূমিকা নেন, সরকার কী করবে, আমরা ঠিক বুঝতে পারছি না : আইন উপদেষ্টা ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা জামালপুরে অপহৃত এক নারীকে ৮ ঘন্টায় উদ্ধার করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের খোঁজ নিতে গিয়েছিলেন বোন, পাওয়া গেল অর্ধগলিত মরদেহ মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় শিশু আদিবার মরদেহ উদ্ধার ভারতে প্রশিক্ষণ নিয়ে: স্বর্ণের দোকানে চুরি করতেন মিলন, আছে ‘এলএলবি’ ডিগ্রিও গুম কমিশন হচ্ছে না, দায়িত্ব পালন করবে জাতীয় মানবাধিকার কমিশন