রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে মুজিবনগর দিবস

ছবি: সৈয়দ নাবিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। কর্মসূচির মধ্যে রয়েছে, পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা ইত্যাদি।মঙ্গলবার সকালে সূর্যোদয়ের পর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের পাশে কুমারপাড়ার স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামীলীগের নেতা কর্মীরা।

এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা চত্বরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

ছবি: সৈয়দ নাবিল

এ সময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, মহানগর আওয়ামী লীগের সহ দফতর সম্পাদক মীর ইশতিয়াক আহামেদ লেমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামার উল্লাহ সরকার কামা, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে একই সময়ে মহানগরীর লক্ষ্মীপুরে দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.