রাজশাহীতে বিভাগীয় পুলিশ হাসপাতাল টেলিমেডিসিন উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উন্নত চিকিৎসার জন্য টেলিমেডিসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। রোববার সকাল সাড়ে ১০টায় এ হাসপাতালের উদ্বোধন করেন তিনি।
ফলে আরএমপি-সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল রাজশাহী’র চিকিৎসার আওতাভুক্ত সকল পুলিশ ও নন পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা টেলিমেডিসিন সেবার মাধ্যমে ভারতের পুনের আদিত্য বিড়লা মেমোরিয়াল হাসপাতালে যে কোনো রোগের বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রের সম্পদ রক্ষায় সকল ধরনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। অসুস্থ পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গের সদস্যদের বিভিন্ন কারণে ভারতে গিয়ে চিকিৎসা করা সম্ভব হয়ে উঠে না। এই টেলিমেডিসিন সেবার মাধ্যমে পুলিশ সদস্যদের ভারতের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সেই সুযোগ সৃষ্টি হলো।
এখন হতে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে চিকিৎসেবা নিতে আসা রোগীকে সরাসরি পর্যবেক্ষণ করে চিকিৎসা সেবা প্রদান করবেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা। যা অত্যন্ত আনন্দের।
তিনি আরো বলেন, বর্তমানে পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গের সেবা প্রদান করা হচ্ছে। তবে এর আওতা আরও বৃদ্ধি করা হবে।
পুলিশ কমিশনার টেলিমেডিসিন সেবা কার্যক্রমের জন্য ভারতের আদিত্য বিড়লা হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানা ভট্টাচার্য্য, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আদিত্য বিড়লা মেমোরিয়াল হাসপাতাল, পুনে, ভারত এবং একই প্রতিষ্ঠানের প্রখ্যাত স্ত্রী রোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডক্টর অমিত পাটিল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন-সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহী’র তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.