রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

PRESS (PID) RELEASE: ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার আজ রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম’ কর্মসূচির পরিচালক কাজী জেবুন্নেছা বেগম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন।
বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল এর সমন্বয়কারী ও অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাকিল আহম্মদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচক ছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় উপ-পরিচালক এবং ডিআইজি, রাজশাহী রেঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম বলেন, তামাক এমন একটি জিনিষ যার মধ্যে একটি গুণও নেই। এটা বিষ ছাড়া কিছুই নয়। তামাক সেবনে আমরা নিজেদের ক্ষতি করতে পারি না। ধুমপান করে আমরা শুধু নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তা নয়, পরোক্ষ ধুমপানকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মেয়েদের মধ্যেও ধুমপানের প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে কাজী জেবুন্নেছা বেগম বলেন, যুব সমাজকে ধুমপান থেকে সরাতে না পারলে তাদের ভবিষ্যৎ সুন্দর হবে না, জাতি ধ্বংস হয়ে যাবে। তিনি গণমাধ্যম কর্মীদেরকে নিজেদের দায়িত্বের স্থান থেকে তামাক বিরোধী প্রচারণার অনুরোধ জানান।
সেমিনারে বক্তাগণ তামাক উৎপাদনে কৃষকদের নিরুৎসাহিত করতে সরকারী উদ্যোগ জোরদার করা, তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং তামাক বিরোধী জনসচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।
রাজশাহী বিভাগীয় পর্যায়ের সরকারী দপ্তরের দপ্তর প্রধানগণ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।
NEWS FROM Regional Information Office (PID). Press Information Department. Ministry of Information. #

Comments are closed, but trackbacks and pingbacks are open.