রাজশাহীতে বিপুল পরিমান চোলাই মদসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দূর্গাপুরে বিপুল পরিমান চোলাই মদ-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব।
রবিবার (৯ জুন) দিনগত রাত সোয়া ১১টায় রাজশাহীর দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১১১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: শ্রী নয়ন রায় (২৩), সে দূর্গাপুর থানার নারিকেলবাড়িয়া এলাকার মৃত বুদা রায়ের ছেলে একই এলাকার সুজন রায় (২৭), সে মৃত কারীপদ রায়ের ছেলে।
সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রাজশাহীর দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর দূর্গাপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। সোমবার তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.