নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ভারতীয় বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করেছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাজারদিয়া বিওপির বিশেষ টহল টিম রাজপাড়া থানার শ্রীরামপুর ফুটবল মাঠে পাশের ঝোপঝাড়ের মধ্যে গতকাল বৃহস্প্রতিবার (২২ জানুয়ারী) তল্লাশী পরিচালনা করছিল।
অভিযান পরিচালনা করার সময় একটি ব্যাগ পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে ওই ব্যাগটি তল্লাশী করে ১০ বোতল ভারতীয় Monogold. ১০ বোতল Emrex . ৪ বোতল Escuf. ৪ বোতল Choco ও ৩ বোতল Zebiscan সিরাপ জব্দ করে।
জব্দকৃত সিরাপগুলো রাজপাড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে ১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান।
এছাড়াও তিনি জানান আজ শুক্রবার (২৩ জানুয়ারী) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)র মিরগঞ্জ বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারী রাজশাহীর চারঘাট থানার পিরোজপুর পদ্মা নদীর চর দিয়ে মাদক পাচার করবে। তাৎক্ষনিক বিজিবি টহল দল ওই এলাকার বালুর ঘাটে তল্লাশী শুরু করে।

এক পর্যায়ে বালুর উপর তাজা ঘাস লাগানো দেখতে পেয়ে সন্দেহ দেখা দিলে তার সরিয়ে একটি প্লাষ্টিকের ব্যাগ নজরে আসে ও ব্যাগটি তল্লাশী করে ভারতীয় ২৪ বোতল মদ জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মদ চারঘাটা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান। এছাড়া পলাতক মাদক কারবারীদেও শনাক্ত করন ও তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #

















