BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে চারটি ভারতীয় মহিষ আটক

রাজশাহীতে বিজিবির অভিযানে চারটি ভারতীয় মহিষ আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) তালাইমারী বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চারটি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি।

সোমবার (১ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটায় দিকে মেহগুনি বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, মতিহার থানার ডোগারঘাট এলাকায় চোরাচালান দমন অভিযান চালানোর উদ্দেশ্যে একটি আভিযানিক দল রাতের আঁধারে বাগানের ভেতরে ওঁৎ পেতে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর তারা দেখতে পায়Ñকয়েকজন চোরাকারবারী চারটি ভারতীয় মহিষ নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে।

চোরাকারবারীরা বিজিবির দৃষ্টিসীমায় আসার পর তাদের আটক করতে ধাওয়া করা হলে তারা মহিষগুলো ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা মালিকবিহীন চারটি ভারতীয় মহিষ আটক করে।

আটককৃত মহিষগুলো রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ