নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ফেন্সিডিলসহ ডোঙ্গা (জলযান) আটক করেছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান, রোববার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টায় ইউসুফপুর বিওপির এলাকায় বিজিবির বিশেষ টহলদল গোপন তথ্যের উপর ভিত্তি করে সীমান্ত পিলার ৬৮/২ এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চারঘাট থানার হবির বাতান স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহিন ১শত ২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি টিনের ডোঙ্গা (জলযান) আটক করে।
আটককৃত মাদকদ্রব্য ও জলযান চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #

















