BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিক্ষোভে হেফাজত নেতার ‘প্রথম আলোর নাম–নিশানা মুছে দেওয়া হবে’

রাজশাহীতে বিক্ষোভে হেফাজত নেতার ‘প্রথম আলোর নাম–নিশানা মুছে দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলো পত্রিকার নাম-নিশানা মুছে দেওয়া হবে বলে রাজশাহীতে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নেতা। তিনি এ-ও বলেছেন, এ হুমকি সত্যি এবং এটা হবে।

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মীর ফরহাদ।

শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ সমাবেশ হয়।

ইনকিলাব মঞ্চের আহবানে রাজশাহীতে এ সমাবেশের আয়োজন জুলাই কাঠগড়া ও উলামা-জনতা ঐক্য পরিষদ।

সমাবেশের আগে জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। রাজশাহী কলেজের সামনে দিয়ে ঘুরে এসে মিছিলটি একই স্থানে শেষ হয়।

পরে সমাবেশে হেফাজত নেতা মীর ফরহাদ বলেন, ‘আমাদেরকে বার বার বলা হয় অস্ত্রের ভাষায় কথা বলেন কেন? আপনারা কেন প্রথম আলো-ডেইলি স্টার তৈরি করেন না? আমরা যখন প্রথম আলো ডেইলি স্টার তৈরি করি, কালচারারল যোদ্ধা তৈরি করতে যাই, তখন তোমরা আমাদের মাথায় গুলি কর।’

তিনি বলেন, ‘রক্ত দিয়ে সরকার দাঁড় করানোর পরও সেই সরকার আমাদের কথা রাখেনি। সেই সরকার আবারও দিল্লির ছায়ার নিচে ঢুকে গেছে। এর পরিণতি ভাল হবে না। আমাদের আছে তাওহিদী জনতা। তোমরা যদি তোমাদের অস্ত্র নামানোর চেষ্টা কর, আমরা তোমাদেরকে ছেড়ে কথা বলব না। আমরা এ দেশের রাজপথকে কাঁপিয়ে তুলব।’

ফরহাদ বলেন, ‘কেউ সাহস হারাবেন না। আমরা আবাবিল পাখির মতো আবার নেমে আসব। আমরা ভারতের আধিপাত্যবাদকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলব। আজকে প্রথম আলো ও দিল্লি স্টারকে জানিয়ে দিতে চাই- এরা হাদির খুনি। এদেরকে বাংলাদেশের মাটিতে গ্রহণ করা হবে না। তাদের বিল্ডিং ভাঙার জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে যদি ভালই ভাল ছেড়ে দেওয়া না হয়, তবে ইন্টেরিমকে এর কনসিকোয়েন্স ফেস করতে হবে এবং সেটা ভয়াবহ কনসিকোয়েন্স।’

ফরহাদ বলেন, ‘আজকে বাংলা এডিশনকে কেন বন্ধ করা হলো? বাংলা এডিশন যদি একটা অপরাধে বন্ধ হয়, তাহলে তো প্রথম আলোর মতি আর দিল্লি স্টারের মাহফুজ আনামকে গুলিস্তানের মোড়ে টাঙিয়ে-ঝুলিয়ে হত্যা করা উচিত ছিল। এই কথা ভুলে যাবেন না ইন্টেরিম, আপনারা প্রথম আলোর কলাম লেখা উপদেষ্টাকে দিয়ে চালাচ্ছেন, প্রথম আলো-দিল্লি স্টার বহুত শক্তিশালী। তারপরও তাদেরকে জনতার হাত থেকে বিল্ডিংকে রক্ষা করতে পারেন নাই।

যদি শয়তানি করেন, আমরা কিন্তু প্রথম আলোর ইট খুলে নিয়ে এসেছি, এরপরে প্রথম আলোর নাম-নিশানা মুছে দেব। আমরা মিডিয়ার সামনে কথা বলতে ভয় পাই না। মনে করবেন না যে আমরা ঘরে বসে বসে হুমকি দিচ্ছি। এ হুমকি সত্যি এবং এই ঘটনা ঘটবে। প্রথম আলো দিল্লি স্টারসহ যত শয়তানি মিডিয়া আছে, তাদের কারও অস্তিত্ব আমরা রাখব না।’

দলে দলে ভারতে ঢোকার হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমরা দলে দলে ইন্ডিয়াতে প্রবেশ করে, ইন্ডিয়াকে দখল করব, লাল কেল্লাকে দখল করব। আল্লাহর মিছিল চলবে ইন্ডিয়াতে, যদি ইন্ডিয়া না থামে। এনএসআই-ডিজিএফআইকে বলছি, যদি আপনারা ইন্ডিয়ার আধিপাত্যবাদী প্রভাবে এ দেশের বিশৃঙ্খলা থামাতে না পারেন, তাহলে আপনারা ইন্ডিয়ার ভেতরে অপারেশন চালান। দিল্লিতে গাড়ি পুড়িয়ে দেন, দিল্লির সংসদ ভবন পুড়িয়ে দেন আমরা আছি ইনশাল্লাহ।’

হাদি হত্যার বিচারে অবহেলার অভিযোগ তুলে ইনফ্লুয়েন্সার রিফাত আনাম রাতুল অন্তর্বতীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আমরা যাকে মসনদে বসাতে পারি, তাকে টেনে নামাতেও পারি। আপনাদেরকে উঠিয়েছি, আপনাদেরকে নামাইতেও সময় লাগবে না ইনশাআল্লাহ। যদি তিন দিনের ভেতরে বিচার না হয়। এরপর আপনাদের বাসভবনের ইটগুলো খুলে নেওয়া হবে।’

এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- এনসিপির রাজশাহী মহাগরের সদস্যসচিব আতিকুর রহমান, জুলাই কাঠগড়ার মুখপাত্র সোয়েব আহমেদ, ছাত্র ইবনুল কাইফ, মাওলানা মো. মাসুম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ