রাজশাহীতে বিএসটিআই-এর অভিযানে এক ব্যক্তির এক বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএসটিআই-এর অভিযানে একটি প্রতিষ্ঠানের মালিককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সকালে উপজেলার পুঠিয়ায় মোবাইল কোট অভিযান পরিচালিত করে কাফি কসমেটিক ইন্ডাস্ট্রি নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।
জানা যায়, কাফি কসমেটিক ইন্ডাস্ট্রি নামে ওই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত মানচিহ্ন ব্যবহারপূর্বক স্কিন ক্রিম পণ্য উৎপাদন এবং অবৈধ উপায়ে বিভিন্ন নামীদামী ব্রান্ডের স্কিন ক্রিম ও লোশন উৎপাদন, বিক্রয়ের জন্য মজুত করেছিলো। সেই অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ১বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও।
এ সময় বিক্রির জন্য মজুদ রাখা বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন নুরুল হাই মোঃ আনাছ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও, পুঠিয়া, রাজশাহী এবং বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর পক্ষে মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট)। মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) জানান, জনস্বার্থে বিএসটিআই রাজশাহী অফিসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.