রাজশাহীতে বিএসটিআই অভিযান ৩০ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বিএসটিআই অভিযান চালিয়ে স্বপ্ন নামের এক প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায়। সোমবার (১৫ মে) জেলা প্রশাসন রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে সদর উপজেলার বোয়ালিয়া এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে স্বপ্ন, দড়িখর্বনার মোড়, বোয়ালিয়া প্রতিষ্ঠানটিকে তাদের বাজারজাতকৃত ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল (ব্রান্ড-স্বপ্ন) এর ৫ লি: এর বোতলে ১৩৫ (+) মি:লি: তেল ওজনে কম থাকায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো.মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.