রাজশাহীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান ও পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: ইট পোড়ানো মৌসুম ২০২৩-২০২৪ শুরু হওয়াতে বিভাগীয় অফিস, রাজশাহীর উদ্যোগে পবা, দূর্গাপুর, বাগমারা উপজেলার বিভিন্ন ইট ভাটায় সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে সার্ভিল্যান্স কার্যক্রমের মাধ্যমে ইট ভাটাগুলির সিএম লাইসেন্স গ্রহণ/নাবায়নের আবেদন এবং পরীক্ষণের জন্য ক্লে-ব্রিকস/কংক্রিট পেভিং ব্লক পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ভাটাগুলি হলো: পদ্মা কনক্রিট ব্লক (পিসিবি) ইন্ডাস্ট্রি, খড়খড়ি বাইপাস, মতিহার, রাজশাহী।
এম এ সি ব্রিকস, ভালুকপুকুর, খড়খড়ি, রাজশাহী।
দেশ ব্রিকস, হাসনিপুর, বাগমারা, রাজশাহী।
এম আর এফ ব্রিকস ফিল্ড, হাসনিপুর, বাগমারা, রাজশাহী।
এম আর বি ব্রিক্স ফিল্ড, মহব্বতপুর, বাগমারা, রাজশাহী।
ডন ব্রিকস, একডালা, বাগমারা, রাজশাহী।
এন এফ এস ব্রিকস, সিংসাড়া, বাগমারা, রাজশাহী।
মুন ব্রিকস, নরসিংহপুর, বাগমারা, রাজশাহী।
নাফিস এন্টারপ্রাইজ, দূর্গাপুর, রাজশাহী।
রতন ব্রিকস, বাইগাছা, বাগমারা, রাজশাহী।
পিকেবি ব্রিকস, ভবানীগঞ্জ, বাগমারা, রাজশাহী।
টাটা ব্রিকস, হাসিনপুর, বাগমারা, রাজশাহী।
ইটভাটাগুলিকে উৎপাদিত ক্লে-ব্রিকস পণ্যের মান সর্বদা সংশ্লিষ্ট বাংলাদেশ মানের সমপর্যায়ে রেখে উৎপাদন, বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর কর্মকর্তা দেবব্রত বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম) ও এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.