রাজশাহীতে বিএনপির নাদিম মোস্তফা ও চাঁদের আপিল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিল  করেছেন প্রার্থীতা বাতিল হওয়া  রাজশাহী বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ।

আজ বুধবার সকালে নির্বাচন কমিশন অফিসে এই আপিল আবেদন করা হয়।
আবু সাঈদ চাঁদ কারাগারে থাকায় তার পক্ষে প্রতিনিধি হিসেবে জালাল উদ্দিন ও অপর প্রার্থী নাদিম মোস্তফা নিজে  আপিল আবেদন জমা দেন।

এর আগে বিএনপির প্রার্থী হিসেবে রাজশাহী-৫ (পুঠিয়া-দু্র্গাপুর) আসনে নাদিম মোস্তফা এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আবু সাঈদ চাঁদ মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

কিন্তু, মামলার তথ্য গোপন ও ঋণখেলাপীর অভিযোগে নাদিম মোস্তাফার এবং মামলার তথ্য গোপন ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র গ্রহনের কপি জমা না দেয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র বাতিল করেন রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য,রাজশাহীর ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দেয়া মোট ৫৩ জন প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত ১৬ জন।তন্মধ্যে নয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা হলেও তিন হেভিওয়েট প্রার্থীসহ বিএনপির সাতজনের মনোনয়পত্র বাতিল করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ্ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.