BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত-৩

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত-৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এর চালক নিহত হয়েছেন। এছাড়া অটোরিকশার আরও তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরের বারো রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

নিহত অটোরিকশা চালকের নাম ইদ্রিস আলী (৫৫)। তিনি ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত এক নারী, এক পুরুষ ও আট বছর বয়সী এক শিশুকন্যা চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারো রাস্তার মোড় থেকে একটু দূরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক এবং তিন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বারো রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে ও আগুন জালিয়ে বিক্ষোভ করেন। তারা জানান, বারো রাস্তার মোড়ে অপরিকল্পিত সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এ জন্য তারা এ জায়গাটির নাম দিয়েছেন ‘মরণ রাস্তার মোড়’। কয়েকমাস আগে দুর্ঘটনার পর তারা অবরোধ করলে এখানে একটি গোলচত্বর করে সিটি করপোরেশন। তবে এ গোলচত্বর খুবই ছোট। তাই এখনও দুর্ঘটনা ঘটছে। তারা গোলচত্বর বড় করে নির্মাণ ও গতিরোধক দেওয়ার দাবি জানান।

পরে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে গিয়ে কথা বলেন। তারা এ বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর তারা বিক্ষোভ তুলে নেন।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনার ব্যাপারে থানায় মামলা হবে।’ তিনি জানান, বড় করে গোলচত্বর নির্মাণ ও গতিরোধকের বিষয়ে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নাটোর-১ আসন লালপুরে স্বতন্ত্র প্রার্থীর জনসভায় বিএনপি প্রার্থীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা রাজশাহীতে আম বাগান থেকে ফেনসিডিল ও সিরাপ-জব্দ রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ: ২৯ জানুয়ারি আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট, তাস ও নগদ অর্থ জব্দ বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে নিহত-৬১, বিপর্যস্ত জনজীবন ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আর্কটিক ঘিরে বৈশ্বিক নজরদারি বাড়ছে, নেতৃত্বে রাশিয়া : পুতিন ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত্যু বেড়ে ১০, নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ১৩ হাজার ফ্লাইট বাতিল