রাজশাহীতে বাসাবাড়ির গ্যাস লাইনে বজ্রপাতে বিস্ফোরণ

ছবি : সৈয়দ নাবিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরের কাদিরগঞ্জ এলাকায় একটি বাসা বাড়ির গ্যাস লাইন বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকল কর্মীরা দিয়ে আগন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত ১১ টার দিকে বজ্রপাতে গ্যাসের পাইপ লাইনে এ বিষ্ফোরনের ঘটনা ঘটে বলে ধারনা করছে দমকল কর্মীরা।

ওই বাড়ির মালিক ইসরাইল মিয়া জানান, বজ্রপাতের শব্দের পর পরই আরেকটি শব্দ শোনা যায়। এর পরই বাড়িতে আগুন লেগে যায়। সাথে সাথে দমকল কর্মীদের খবর দেয়া হয়। এ ছাড়াও স্থানীয় লোকজনের সহযোগিতায় নিজেরাও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, বাড়ির গ্যাস পাইপের রাইজারের ওপর বজ্রপাত ঘটেছে। এতে রাইজার বিস্ফোরনে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে দমকল বিভাগের দুইটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.