BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বাড়ি ও জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বিচার দাবি

রাজশাহীতে বাড়ি ও জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর উপরভদ্রা এলাকায় জোরপূর্বক বাড়িসহ ১০.৩২৫ শতাংশ জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী আসগারী বেগম বাদী হয়ে, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করে ২৩ জানুয়ারি নিজ বাসভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসগারী বেগমের পুত্রবধূ কাজী রওনক জাহান।

তিনি বলেন, ভদ্রা মৌজায় অবস্থিত ১০.৩২৫ শতাংশ জমিটি তার মরহুম শ্বশুর শহিদুল হকের নামে বৈধভাবে রেকর্ডভুক্ত রয়েছে। জমিটির বিপরীতে নিয়মিত সরকারকে খাজনা প্রদান করা হচ্ছে এবং গত ৩৪ বছর ধরে পরিবারটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। এ দীর্ঘ সময়ে জমির মালিকানা বা দখল নিয়ে কেউ কোনো আপত্তি তোলেনি বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, প্রায় এক মাস ধরে এমান আলী নামের এক ব্যক্তি রাজনৈতিক দলের কিছু নেতা ও বহিরাগতদের ব্যবহার করে জমিসহ বাড়িটি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। গত ২১ জানুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে এমান আলীর নির্দেশে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও একই সংগঠনের দপ্তর সম্পাদক সৈকত পারভেজসহ ১০-১২ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে জোরপূর্বক অনুপ্রবেশ করেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, বাধা দিতে গেলে অভিযুক্তরা পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় প্রাণনাশের হুমকির পাশাপাশি বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর থেকে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আরএমপি কমিশনার, মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এমান আলী দাবি করেন, উক্ত স্থানে তার ১৯ শতাংশ জমি রয়েছে এবং জমিটির বিপরীতে বৈধ দলিল ও রেকর্ড তার নামে রয়েছে। এটি তার রেকর্ডভুক্ত সম্পত্তি বলে তিনি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আগামীর পরিকল্পনা জানালেন তারেক রহমান তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি : তারেক রহমান দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘ট্রিগারে’ আঙুল আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের বেসরকারি বিনিয়োগে তেল খাত উন্মুক্ত করছে ভেনেজুয়েলা ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর ডেনমার্কে সমুদ্রতল থেকে উদ্ধার ৬০০ বছরের পুরনো জাহাজ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ এ যোগ দেবে না স্পেন দেবী সরস্বতীর তাৎপর্য সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ উপদেষ্টা গ্রিনল্যান্ড সংকট: আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বাড়াবে ডেনমার্ক ও ন্যাটো