রাজশাহীতে বাচ্চা অপহরণের চেষ্টায় টিকটকার লাবনী আটক, এলাকায় রহস্য জটিলতা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর শিরোইল কলোনিতে বাচ্চা অপহরণের অভিযোগে লুবনাত জাহান লাবনী (৪০) নামের এক টিকটকার আটকের ঘটনা ঘটেছে। স্থানীয়দের হাতে আটক হওয়া ওই নারীকে পরে চন্দ্রিমা থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
আজ (০২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিরোইল কলোনির ০১ নং গলিতে এ ঘটনা ঘটে।
অপহৃত বাচ্চাটির নাম মরিউম (১)। সে শিরোইল কলোনি এলাকার শামিম হোসেন জনির মেয়ে।
মরিউমের মা আকতার বানু ময়না জানান, সকাল ৬টার দিকে যখন তিনি ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন, তখন অপহরণকারী মহিলা তাদের বাসায় ঢুকে পড়ে। এসময় মরিউমের বড় মেয়ে অন্তরা (৮) চিৎকার করে জানান যে, একটি মহিলা মরিউমকে কোলে করে নিয়ে যাচ্ছে। নিচে নেমে এসে মরিউমের মা দেখতে পান, ওই মহিলা বাচ্চার গলায় কেচি ধরে তাকে হত্যার হুমকি দিচ্ছিল।
তবে এই পরিস্থিতিতে মরিউমের বাবা শামিম হোসেন জনি এগিয়ে আসলে, অপহরণকারী নারী তাকে কেচি দিয়ে আঘাত করে এবং তার শরীরে খামচি দিয়ে জখম করে। এর পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে অপহরণকারী মহিলাকে গণধোলায় দেয় এবং পুলিশে সোপর্দ করে। এর আগে অপহরণকারীর হাতে থাকা একটি ব্যাগ তল্লাশী করে একটি কাপড় কাটা কেচি, গাঁজা খাওয়া কোলকি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে স্থানীয়রা। পরে খোজ নিয়ে জানাগেছে, আলেক্সা আসিফ (Alexa Asif) নামে একটি টিকটক আইডি রয়েছে লাবনীর। সে জানায় তার গ্রামের বাড়ি ঢাকা সাভার এলাকায়।
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, “পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাবনীকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তার দেওয়া উত্তরগুলো অসঙ্গতিপূর্ণ এবং একেকবার একেকরকম। বর্তমানে তিনি কোন সঠিক তথ্য প্রদান করছেন না।”
তিনি আরো জানান, ভুক্তভোগী পরিবার কোনো লিখিত অভিযোগ না দেওয়ায়, অভিযুক্ত নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয়দের কিছু ব্যক্তি দাবি করেছেন যে, লাবনী মানসিক সমস্যায় ভুগছেন, অথবা তিনি মানসিক সমস্যার অভিনয় করছেন। তার মানসিক অবস্থা নিয়ে নানা সন্দেহ রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.