রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলা থেকে মোস্তাফিজুর রহমান মুক্তা (১৮) নামে চলমান এইচএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার রাতে উপজেলার সরণজাই ইউনিয়নের মানিককন্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুক্তা ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মুক্তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দু’টি সিমকার্ড ও মেমোরি কার্ড জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাকে তানোর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.