রাজশাহীতে পাট ও চিনিকল ‍খুলে দেয়ার দাবীতে ছাত্রমৈত্রীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা নগরী রাজশাহীতে বেকারতের সংখ্যা বেশী।এখানে গড়ে উঠেনি বড় কোন কল কারখানা। তারপরও একটি চিনি ও একটি পাট কল রয়েছে। তাও বন্ধ হয়ে আছে।
রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কারখানাগুলো বন্ধ নয় বরং আধুনিকায়ন করে আবারও খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী জেলা ও মহানগর কমিটি।
আজ মঙ্গলবার বেলা অনুমান সাড়ে ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এই দাবি জানান। ছাত্রমৈত্রীর রাজশাহী জেলা ও মহানগর কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের কারণ হিসেবে তথাকথিত লোকসানের কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো- প্রতিষ্ঠার পর থেকে এসব পাটকলগুলোতে কোনো বিনিয়োগই করা হয়নি। কারাখানার যন্ত্রপাতি আধুনিকায়ন করে উন্নত শিল্পে রুপান্তরিত করার কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি। লোকসানের কারণে পাটকলে তালা দেয়ার কথা বলা হলেও তৎকালীন সামান্য কিছু পদক্ষেপ নিলেই লোকসানে চলা কারখানাগুলোকে লাভজনক করা সম্ভব ছিল।
মানববন্ধনে চিনিকল নিয়েও কথা বলেন বক্তারা। তারা বলেন, বর্তমান সরকার চিনিকলগুলো বন্ধ করে শ্রমিকের রুটি-রুজির পথই বন্ধ করেনি, এ শিল্পের সাথে যুক্ত আখচাষিদেরও চরম অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। সরকার লোকসানের অজুহাত দিয়ে মিলগুলো বন্ধ করে দিলেও এই লোকসানের জন্য শ্রমিক বা আখচাষিরা দায়ী নন। এর জন্য দায়ী সরকারের মাথাভারী প্রশাসন ও তাদের ভূলনীতি।
বক্তারা বলেন, দেশের কোন কারখানাই বন্ধ করে দেয়া যাবে না। লোকসান গোনা সকল কারখানাগুলো রাষ্ট্রীয় খাতে নিয়ে আধুনিকায়ন করতে হবে। পাটকল দেশের ঐহিত্য, এটিকে শুধুমা্ত্র নয়া উদারবাদী নীতির কারণে বিরাষ্ট্রীয়করণের সুযোগ নেই।
এ সময় সরকার যদি রাষ্ট্রায়ত্ব সম্পত্তি তাদের কর্পোরেট বন্ধুদের হাতে তুলে দিয়ে সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা করে তবে আন্দোলন আরও জোরদার করা হবে হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ সুমন, শ্রমিক নেতা হাবিবুর রহমান ছানা, সাবেক ছাত্রমৈত্রী নেতা সম্রাট রায়হান, মো: সিয়াম প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন রাজশাহী জেলা ছাত্রমৈত্রী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.