রাজশাহীতে নৌকার মাঝি হলেন যারা

নিজস্ব প্রতিবেদক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।

আজ রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের এসব চিঠি তুলে দেন।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারজন চিঠি পেয়েছেন। এরা হলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আয়েন উদ্দিন এমপি, রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রকৌশলী এনামুল হক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

তবে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন চিঠি দুপুর পর্যন্ত কেউ পাননি। এ আসনে চিকিৎসক মনসুর রহমান মনোনয়ন পাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। আর রাজশাহী-২ (সদর) আসন মহাজোটের তালিকায় রয়েছে।

এদিকে, মনোনয়ন চিঠি হাতে পাওয়ার পর নিজ নিজ আসনে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন তাদের সমর্থকরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.