রাজশাহীতে নিকাহ রেজিস্টারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: রাজশাহী নগরীর ৩০নং ওয়ার্ডের নিকাহ্ রেজিষ্ট্রার কাজি এনায়েতুল্লাহকে বিয়ে নিবন্ধন করার কথা বলে ডেকে নিয়ে তার ওপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজশাহী জেলা মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার সমিতির উদ্যোগে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা রেজ্ষ্ট্রিার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় তারা হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার সমিতির সভাপতি কাজি নুরুল আলম, সাধারণ সম্পাদক কাজি আকবর আলী, কাজি দুরুল হুদা, কাজি হাবিবুর রহমান, কাজি মোকা্িদ্দম হোসেন প্রমুখ।
পরে রাজশাহী জেলা মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার সমিতির পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.