রাজশাহীতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘এসো হে নবীন, এগিয়ে চলো অবিরাম, অন্তহীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের স্প্রিং-২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ গতকাল বুধবার দুুপুর ১২টায় ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক তরুণ শিক্ষার্থীদের সুবাসিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চার ভেতর মানবিক মূল্যবোধে মানুষ হয়ে উঠার পরামর্শ দেন।

এসময় অনুষ্ঠানের সভাপতি এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক নবীন শিক্ষার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, লোকবিজ্ঞানী প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম. হাবিবুর রহমান।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থী সঙ্গীতা দাস কান্তা’র সঞ্চালনায় নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.