রাজশাহীতে নতুন করে ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিদেশ থেকে আসা নতুন করে ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত ১মার্চ হতে গতকাল রোববার পর্যন্ত কোয়ারেন্টাইনের সংখ্যা ১১০৫ জন, এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ৮১১ জন ও বর্তমানে কোয়ারেন্টাইনের সংখ্যা ২৯৪ জন।

গত ২৪ ঘন্টায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ভারত থেকে ৩ জন, নেপাল ২ ও সৌদিআরব থেকে ২জন এসেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান ই-সালাম বাবুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.