রাজশাহীতে নগরীতে আ.লীগের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ (সদর) আসনে  মহাজোট সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে প্রচারণার অংশ হিসেবে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে মতিহার থানা  আওয়ামীলীগের আয়োজনে এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক জনাব ফজলে হোসেন বাদশা।

মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বাদশা বলেন, দেশকে আরও সামনে এগিয়ে নিতে হলে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই। দেশের গণমানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে সামনে এসেছেন, তাকে নৌকা প্রতীকে ভোট দিলেই দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে।উন্নয়ন অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে।

বাদশা আরও বলেন, একাত্তরে জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলাম। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশে স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় আসবে তা হতে পারে না। আজকে পাকিস্তান বছরে ২২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে পারে। আর বাংলাদেশ রপ্তানি করে ৪১ বিলিয়ন ডলারের পণ্য। পাকিস্তানের ১০০ টাকার বিনিময়ে তারা আমাদের বাংলাদেশের মাত্র ৭০ টাকা পাবে। পাকিস্তান আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধে পারেনি, অর্থনীতিতে এগিয়ে যেতে পারেনি। তাই এই নির্বাচনেও পাকিস্তানপন্থীরাও আমাদের সাথে পারবে না।

নগরীর মতিহার থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের  পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নগর জাসদের সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.