রাজশাহীতে ধর্ষক ফাদারের শাস্তির দাবীতে ফুঁসে ওঠা আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন 

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়ায় সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায় আদিবাসী এক কিশোরীকে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত ফাদার প্রদীপ গ্রেগরীর শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) বেলা ১১ ঘটকার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় এর আয়োজন করে ফুঁসে ওঠা আদিবাসী ছাত্র পরিষদ।
কর্মসূচিতে বক্তারা ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শান্তির দাবি জানান। একই সঙ্গে ধর্ষণের ঘটনা সালিশে মীমাংসার চেষ্টা করায় তানোরের মুন্ডুমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী সম্প্রদায়ের তেতা কামেল মার্ডিকেও শাস্তির আওতায় আনার দাবি জানান । এছাড়া বক্তারা ভুক্তভোগী কিশোরী এবং তার পরিবারের সার্বিক নিরাপত্তারও দাবি জানিয়েছেন।
মানববন্ধনে একাত্মা ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি শাজাহান আলী বরজাহান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক রিদম শাহরিয়ার ও ছাত্রনেতা তামিম সিরাজী।
আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান এর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার মাহাতো, দিলিপ পাহানসহ ছাত্র পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদের জেলা সভাপতি উপেন রবিদাস, গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহীর তানোরের মুন্ডুমালা মাহালীপাড়ায় সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায় এক কিশোরীকে (১৫) আটকে রেখে ধর্ষণ করে ফাদার। ঘটনা জানাজানি হলে গ্রাম্য সালিশে ফাদারকে দুই হাজার টাকা জরিমানা করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। পরবর্তীতে জেলার তানোর থানায় ২৯/০৯/২০২০ ইং তারিখ একটি ধর্ষণ মামলা রুজু হয়। যাহার মামলা নং-১১/১৫২, জিআর-১৫২/২০২০ তারিখ- ২৯/০৯/২০২০ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সং/২০০৩) এর ৭/৯(১) ধারায়। এনিয়ে তানোর থানায় মামলা হলে অভিযুক্ত ফাদার কৌশলে তানোর থেকে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর ওমরপুর, আমচত্তর এলাকার বিশপ হাউজ থেকে র‌্যাব-৫ এর একটি চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারের পরে উক্ত আসামীকে তানোর থানায় হস্তান্তর করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তানোর থানা বুধবার সকালের দিকে আসামীকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.