BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আবারও অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় প্রাণ গেল এক হতদরিদ্র রিকশাচালকের। শনিবার রাতে তানোর উপজেলার কেশরহাট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন অটোচালক মোহাম্মদ ফজলুর রহমান।

নিহত ফজলুর রহমান রাজশাহীর তানোর উপজেলার অমিত্রপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনিতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন। অটো রিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাজশাহী শহর থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন যাত্রী ফজলুর রহমানের অটোরিকশায় তানোর উপজেলার কেশরহাট যাওয়ার জন্য ওঠেন। পথে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ফজলুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি প্রাণ বাঁচাতে পালিয়ে রাজশাহীর দিকে রওনা দেন।

পথিমধ্যে তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে থাকেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্বজনরা জানিয়েছেন, অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে রাজশাহী অঞ্চলে একের পর এক অটো রিকশা ছিনতাই ও হত্যার ঘটনা ঘটছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
খাগড়াছড়িতে ২০টি প্যাকেটে ৪০ কেজি গাঁজা জব্দ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার : অর্থ উপদেষ্টা দাম না কমলে ৫ দিনের মধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি : বাণিজ্য উপদেষ্টা চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জেল-জরিমানা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার : অর্থ উপদেষ্টা পে স্কেল কার্যকর নিয়ে নতুন সিদ্ধান্ত ‘বিবিসি ‍১০০ ভাগ ভুয়া সংবাদমাধ্যম ও প্রোপাগান্ডা মেশিন’ ‘পরবর্তী মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এগিয়ে’ করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং শুরু হয়েছে : পাক পররাষ্ট্রমন্ত্রী