BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের হাতে ধোলাই”

রাজশাহীতে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের হাতে ধোলাই”

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর থানার দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে সাদা পোশাকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতার হাতে তারা গণধোলাইয়ের শিকারও হয়েছেন।

খবর পেয়ে থানা পুলিশ ওই দুই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ঘটনার পর দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইন্সে (ক্লোজড) সংযুক্ত করা হয়েছে।

তবে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন ভিন্ন কথা, তিনি বলে, চাঁদাবাজির ঘটনা সঠিক না। তারা সেখানে সরকারি কাজে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং কর্তৃপক্ষের আদেশক্রমে তাদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সদস্যরা হলেন, দুর্গাপুর থানার জরুরী সেবা ট্রিপল ৯৯৯ ড্রাইভার ইমরান আলী ও থানার কম্পিউটার অপারেটর মাজেদ হোসেন। মঙ্গলবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামের আবু বাক্কারের ছেলে সজীব আহমেদ (২৫) অনলাইনের ক্যাসিনোর সঙ্গে জড়িত। এমন অভিযোগ নিয়ে দুই পুলিশ কনস্টেবল সজীবের কাছে মোটা অংকের টাকা দাবি করে। অন্যথায় সজীবকে আটক করে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক হলে দুই পুলিশ কনস্টেবলের পরিচয় জানতে চান।

একপর্যায়ে স্থানীয়দের সাথে বাকবিতন্ডায় জড়ান দুই পুলিশ কনস্টেবল। এ সময় স্থানীয়রা ওই দুই পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিয়ে আটকে রেখে থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম দুই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

অপর একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে কনস্টেবল ইমরান ও মাজেদ নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শ্যামপুর এলাকায় গিয়ে সজীবকে ফোন করে ডেকে নিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গ্রেফতার করবে মর্মে ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন।

বিষয়টি স্থানীয়রা জানতে পেরে তারা দুই পুলিশ সদস্যর কাছে তাদের পরিচয় জানতে চায়। কিন্তু তাদের কাছে আইডি কার্ড না থাকায় তারা তাৎক্ষনিক নিজেদের পুলিশ পরিচয় নিশ্চিত করতে ব্যার্থ হোন।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, চাঁদাবাজির ঘটনা সঠিক না। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

এদিকে অভিযুক্তদের মধ্যে পুলিশ কনস্টেবল ইমরান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের মিথ্যা অভিযোগ সাজিয়ে ফাঁসানো হয়েছে। আমি ওই ছেলেকে (সজীব) চিনি না। সে আমাকে ডেকে নিয়ে গেছে। আমরা তাকে গ্রেপ্তার করতে যাইনি বা করিনি।

পুলিশ লাইন্সে ক্লোজড হওয়ার বিষয়ে তিনি দাবি করেন, ঘটনাস্থল থেকেই কে বা কারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপরই আমাদেরকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রঙিন ব্যালটে হবে গণভোট, থাকছে পোস্টাল ভোটের সুযোগ ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে, তদন্ত প্রতিবেদন জমা তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট রাজাশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) কর্তৃক ভারতীয় সামগ্রী আটক রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন “সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের” রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার