রাজশাহীতে দুই জেএমবিসহ গ্রেফতার ৯৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত দুই সদস্যসহ ৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগর ও জেলা পুলিশ আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মধ্যে জেলা পুলিশ ৫১ ও নগর পুলিশ ৪৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার দুই জেএমবি সদস্য হলেন, জেলার পুঠিয়া উপজেলার তাড়াস গ্রামের জালাল উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. হাবিব (৩০)। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তারা পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। এছাড়া জেলার চারঘাট থানা পুলিশ শাহীন কামাল (৪৫) নামে এক জামায়াতকর্মীকে গ্রেফতার করে।

জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, দুই জেএমবি ও এক জামায়াত কর্মী ছাড়াও আরো ৪৮ জনকে গ্রেফতার করেছে জেলার আট থানা ও ডিবি পুলিশ। এদের বেশিরভাগই গ্রেফতরি পরোয়ানাভুক্ত আসামি ছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও ডিবি পুলিশ মিলে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কিছু ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেফতারর করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.