রাজশাহীতে ডায়মন্ড ওয়ার্ল্ডের শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের রাজশাহী শাখার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর থিম ওমর প্লাজায় ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শোরুমে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন  সংসদ সদস্য মোঃ ওমর ফারুক চৌধুরী। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা ও স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উৎসবের সাথে অনুষ্ঠান উপভোগ করেন।

উদ্বোধনী দিনে প্রথম ১০০ জন ক্রেতা আকর্ষণীয় উপহার সহ বিভিন্ন কমিশনে ডায়মন্ড বিক্রির ঘোষণা দেয়া হয়।

এ সময় আইএসও সার্টিফাইডের কর্নধার ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক  জনাব দিলীপ কুমার আগারওয়াল সাংবাদিকদের বলেন,আমরা বিভিন্ন সময়ে  রাজশাহীতে মেলার আয়োজন করেছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি। তাই রাজশাহীবাসীর আগ্রহ বিবেচনা করে এবং কষ্ট করে ঢাকামূখী না হওয়া লাগে সেজন্য এই শোরুম উদ্বোধন । আমরা শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে চেষ্টা করব। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।

ছবিঃ বিটিসি নিউজ এর ফটো সাংবাদিক শামীম আক্তার ডাবলু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.