রাজশাহীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চুরমার, নিহত-২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা চুরমার হয়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন, কাশিয়াডাঙ্গার বালিয়া এলাকার সাদ আলী (১৫) ও বিষু (৪৫)। এ ঘটনায় আহত সাজু মন্ডল (৪০) নামে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী জিআরপি থানার ওসি গোপাল কুমার বিটিসি নিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহী কাশিয়াডাঙ্গা মোড় থেকে বালিয়ার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় সায়েরগাছা এলাকায় রেলক্রসিংয়ে রাজশাহীগামী কমিউটার ট্রেন অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বিষু ও সাদ আলীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে জিআরপি থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারদের হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.