রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নিহত-২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় পবার উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে নসিমন নিয়ে লাইন পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুঠিয়ার ধাদাশ এলাকার হাবিবুর রহমান হাবিব (২৩) ও কামার ধাদাশ এলাকার মোফাজ্জল হোসেন ওরফে মোফা (৩৭)।
প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, বিকেল চারটায় রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন। আর একটি ইঞ্জিন চালিত নসিমন কাঠের খড়ি নিয়ে ভাটায় যাচ্ছিল। এই গাড়িতে একজন চালক ও একজন হেলপার ছিল। পথে মোহনপুর রেল ক্রসিংয়ে আসলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের লিডার খাইরুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, ‘ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে।জিআরপিও স্থানে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনার স্থলে এসেছেন।’
রেলওয়ে জিআরপি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বিটিসি নিউজকে বলেন, ‘ঘটনাস্থলে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.