রাজশাহীতে ট্রাকের ধাক্কায় সেনা সদস্যসহ টহল পিকআপ খাদে, আহত-১০

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় ট্রাকের ধাক্কায় আট সেনা সদস্যসহ একটি পিকআপ ও ওই ট্রাকটি খাদে পড়ে গেছে। এতে ১০ জন আহত হয়েছেন। অপর দুইজন ট্রাকের চালক ও তার সহকারি।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ ও দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান বিটিসি নিউজকে জানান, মোহনপুর মডেল টাউনের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর পিকআপ গাড়ি ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সেনাসদস্য ল্যান্স কর্পোরাল আলাউদ্দিনকে সিএমএইচ এবং সিপাহী মোঃ জুয়েল রানা ও ট্রাকের হেলপার রায়হান ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.