রাজশাহীতে ট্রাকের চাপায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহীতে ট্রাকের চাপায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (০৬ আগস্ট) সন্ধ্যায় নগরীর সিটি বাইপাস রোডে এ দুর্ঘটনা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, নগরীর কোর্ট স্টেশন মোড় থেকে মোটর সাইকেলে করে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন গুড়িপাড়া এলাকার মোহাম্মদ রকি, সাগর হাসান ও মাফিকুল। সিটি বাইপাস রোডে, সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করে সামনে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে মোট সাইকেলসহ তিনজনই ট্রাকের নীচে পড়ে যান।

এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দু’জন নিহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় বাকি একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা সবাই রংয়ের ব্যবসা করতেন। এদের মধ্যে সাগর ও রকি খালাতো ভাই।

মহানগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আলী বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.