BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় সড়কে টায়ার জ্বালানো, ককটেল বিস্ফোরণ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৪২), যুবলীগের সাধারণ সম্পাদক রনি (৪০), রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক রতন আলী (৩৪) এবং আওয়ামী লীগ কর্মী মানিক মিয়া (৪০)। তারা সবাই নওদাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর রাত সাড়ে ১০টায় দক্ষিণ নওদাপাড়া সিটিহাট এলাকায় ৬০ থেকে ৭০ জন একযোগে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ এবং মশাল হাতে উসকানিমূলক স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ ও পুরাতন টায়ার জব্দ করা হয়।

বিস্ফোরক আইনে মামলা রুজুর পর শাহমখদুম থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। আজ দুপুর আড়াইটায় ওসি মাছুমা মুস্তারীর তত্ত্বাবধানে এসআই মুক্তারুল ইসলাম পরিচালিত অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নাশকতা, অস্থিতিশীলতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ