রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ট্রাইব্রেকারে বাগমারা জয়ী

 

নিজস্ব প্রতিবেদক: মোহনপুর উপজেলায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ভেণ্যুর খেলা শুরু হয়েছে। ২য় ভেণ্যুর খেলা গোল শুন্য ড্র হলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।
ট্রাইব্রেকারে বাগমারা উপজেলা ফুটবল দল ৫-৪ গোলে পবা উপজেলা ফুটবল দলকে হারায়। আগামীকাল বিরতী।
শুক্রবার পুঠিয়া ভেণ্যুতে পুঠিয়া উপজেলা ফুটবল দল ও বাঘা উপজেলা ফুটবল দল অংশ নেবে।
এ সময় মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ তৌফিকুর রহমান রতন, মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজা, এডহক কমিটির সদস্য ডালিম হোসেন শান্ত, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম-সম্পাদক মোঃ মাহমুদ আলম বাবু, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, মোহনপুর থানার অফিসার ইনচার্জ ও সিনিয়র সহকারী কমিশনারগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.