নিজস্ব প্রতিবেদক:রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে ও টুর্নামেন্টে আয়োজন এবং বাস্তবায়ন কমিটির ব্যাবস্থাপনায় আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে পুঠিয়া পি এন স্কুল মাঠ দুই গ্রæপে নক আউট পদ্ধতীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে পুঠিয়া উপজেলা ফুটবল দল ৫-০ গোলের বিরাট ব্যবধানে চারঘাট উপজেলা ফুটবল দলকে হারায়।
আগামীকাল বুধবার (৯ জুলাই) মোহনপুর উপজেলা ভেণ্যুতে পবা উপজেলা ও বাগমার উপজেলা অংশ নেবে। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার।
এ সময় চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহকারী কমিশনার রুপম দাস, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুঠিয়া থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন, এডহক কমিটির সদস্য মেহেদী হাসান পুলক, ডালিম হোসেন শান্ত, শামীম হোসেন, টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ তৌফিকুর রহমান রতন, ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালুসহ অন্য কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.