বিজয়ী দলের পক্ষে মনিরা ২টি, সোমা ১টি ও সুচিতা ৩টি করে গোল করেন।
দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী মিথিলা ও নিলার হ্যাট্রিকের সুবাদে ৭-১ গোলে সফররত জয়পুরহাট জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে মিথিলা ৩টি, নিলা ৩টি ও ইনিথিয়া ১টি করে গোল করেন।
আজকের খেলায় নাটোর, জয়পুর, সিরাজগঞ্জ ও নঁওগা জেলা অংশ নেবে।
আগামী মঙ্গলবার ফাইনালে স্বাগতিক রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অংশ নেবে বলে বাফুফের ওমেন্স কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.