রাজশাহীতে জাল স্বাক্ষরের দায়ে ইউপি সদস্য জুয়েল রানা আটক

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় স্বাক্ষর জাল করার অভিযোগে জুয়েল রানা (৩০) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি পুলিশ। আটক ইউপি সদস্য জুয়েল রানা উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ইউপি সদস্য এবং বাঁশবাড়ি গ্রামের আলাউদ্দিন আলার ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ২০২০ ইং বিকালের দিকে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।
পুঠিয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) খালেদ হোসেন বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, সম্প্রতি পুঠিয়া উপজেলায় ভালুকগাছি এলাকায় এডিসি (রেভিনিউ) এর স্বাক্ষর জাল করে পুকুর খনন করায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার তদন্তের ভার দেওয়া হয় সিআইডি পুলিশকে। সিআইডি পুলিশ তদন্ত করে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেন। 
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) বিটিসি নিউজ এর প্রশ্নের জবাবে এই কর্মকর্তা আরও জানান, আটকের পরে পুঠিয়া থানায় জুয়েল রানাকে এন্টি করে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির সদস্যরা নিয়ে গেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.