রাজশাহীতে জামায়াত নেতাসহ আটক ৪৪

 

নজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশ অভিযান চালিয়ে ১ জামায়াত নেতাসহ ৪৪ জনকে আটক করেছে। সোমবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী নগরীর থানা ও ডিবি পুলিশ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে নগরীর মতিহার থানা শাখা জামায়াতের সাধারণ সম্পাদক রয়েছে।

নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানায় ৬ জন, রাজপাড়া থানায় ৬ জন, চন্দ্রিমা থানায় ৩ জন, মতিহার থানায় ৫ জন, কাটাখালি থানায় ১ জন, বেলপুকুর থানায় ২ জন, শাহমখদুম থানায় ১ জন, এয়ারপোর্ট থানায় ১ জন, পবা থানায় ৭ জন, কাশিয়াডাঙ্গা থানায় ৮ জন, কর্ণহার থানায় ২ জন, দামকুড়া থানায় ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।

এরমধ্যে ২৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জনকে মাদকদ্রব্য এবং অন্যান্য অপরাধে ৮ জন রয়েছে। এছাড়াও মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে ওহাব সোহেল (৩৫) নামে এক জামায়াত নেতাকে আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.