রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : ‘সুস্থ শ্রমিক, নিরাপদ জীবন নিশ্চিত করে টেকসই উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টায় নগরীর ভেড়িপাড়াস্থ ডি.আই.জি. (পুলিশ) কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের, সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহী জেলার উপ-মহাপরিদর্শক কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এস. এম. আব্দুল কাদের, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজর পরিচালক সাদরুল ইসলাম, শিল্প সম্পর্ক শিক্ষায়াতন রাজশাহীর উপ-পরিচালক মনিরুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আজহারুল ইসলামসহ বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষা লাভের জন্য ২ জন শ্রমিকের সন্তানকে ১ লক্ষ্য টাকা করে মোট ২ লক্ষ্য টাকার চেক বিতরণ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.