রাজশাহীতে ছোট ভাইয়ের আঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে জমিজামা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার কোপে ৫ দিন রামেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছেন। মৃত্যু বড় ভাই হলেন, ইসমাইলের হোসেন (৫৫)। পরে তার ছেলে নয়ন বাদি হয়ে চারজনকে আসামি করে মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, আবদুস সালাম তার স্ত্রী মোমেনা বেগম ও দুই ছেলে মুফাজ্জল হোসেন, মেহদী হাসান।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে দুই ভাই আবদুস সালাম (৪২) ও ইসমাইল হোসেন (৬০) সাথে পারিবারিক শক্রতার জের ধরে বিরোধ চলছিল। এর বিরোধের জের ধরে গত ২২ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টার সময় আবদুস সালাম, স্ত্রী মোমেনা বেগম, তার দুই ছেলে মোফাজ্জল হোসেন, মেহেদী হাসান বজলু মিলে নিহত ইসমাইল হোসেনকে এলোপাতাড়িভাবে মারপিট করে।

একপর্যায়ে বড় ভাই আবদুস সালাম ধারালো হাঁসুয়া দিয়ে মাথায় কোপ মারলে ছোট ভাই ইসমাইল হোসেন গুরুত্বর আহত হন। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে মোহনপুর উজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। রামেক হাসপাতেল ইসমাইল হোসেন পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শনিবার সন্ধা সোয়া ৬ টার সময় মারা যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুর রাজ্জাক বলেন, এই ঘটনায় আগে মারামারি মামলা হয়েছিলো। এখন হত্যা মামলার ধারাটা যোগ হল । মামলার পর থেকে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.