রাজশাহীতে ছিনতাই চেষ্টা বাধা দেয়ায় তিন যুবককে ছুরিকাঘাত !!!

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালী এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে বাধা দেয়ায় ছুরিরআঘাতে তিন যুবক আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে কাটাখালীর শ্যামপুর এলাকায় এঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আহতরা হলেন, ওই এলাকার আয়নালের ছেলে ওহেদুল, (২৮), আলমগীরের ছেলে হাফিজুর (১৮), গোলাম কিবরীয়ার ছেলে রাসেল (২৬)।

আহতরা তিনজন অভিযোগ করে বলেন, তাদেরকে ছুরিকাঘাত করেন একই এলাকার আ’লীগ নেতা জনির ভাই সম্রাট, সাজ্জাদের ছেলে কাওসার, দোলাগীরের ছেলে কাজল।

স্থানীয়রা জানায়, আহতরা শ্যামপুর বালুর ঘাট এলাকায় বেড়াতে যান। তাদের একা পেয়ে ছিনতাই এর চেষ্টা চালায় জনিসহ অন্যরা। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে তিন জনকে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানোর ব্যবস্থা করেন।

কাটাখালী থানার তদন্তকারী কর্মকর্তা রাসেল বলেন, ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি, করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.